বিজেপির রাজ‍্য সভাপতির গাড়িতে হামলার প্রতিবাদে অবরোধ বিক্ষোভ

13th November 2020 8:22 am বাঁকুড়া
বিজেপির রাজ‍্য সভাপতির গাড়িতে হামলার প্রতিবাদে অবরোধ বিক্ষোভ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  "পশ্চিমবঙ্গের পুলিশি গুন্ডা বাহিনী কে ২৪ ঘন্টার জন্য নিরস্ত্র করে দিলে ভারতীয় জনতা পার্টি তাদের এক ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া করবে" হুম্কার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি কালী প্রতিহারের ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোরে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করলেন বিষ্ণুপুর নগর মন্ডল ও বিষ্ণুপুর নগর মন্ডল যুব মোর্চার নেতৃত্বরা । এই অবরোধে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হরকালী প্রতিহার , বিষ্ণুপুর নগর মন্ডল সভাপতি উত্তম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা ।

এই বিষয়ে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হরকালী প্রতিহার বলেন, ‘আলিপুর দুয়ারের জয়গাঁওয়ের ঝড়নাবস্তিতে তৃণমূলের গুণ্ডাবাহিনীর দ্বারা আমাদের রাজ্য সভাপতির গাড়ি ভাঙচুর করা হয় । পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে বর্বরোচিত রাজত্ব চালাচ্ছে এইভাবে চলতে পারে না রাজ্যে মোদি ঝড় চলে এসেছে আমরা বিহার দখল করেছি ২০২১ সালে আমরা পশ্চিমবঙ্গ দখল করে দিলীপ দার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের সোনার বাংলা গঠন করে প্রতিটি নাগরিকের সুসম্মান ফিরিয়ে দেবো । আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর ওপর যদি এই ধরনের অকথ্য অত্যাচার হয় তবে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দেন তিনি ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।